সুন্দরবনে তেল সরানোর কাজ দ্রুত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

sheikh hasina shekh শেখ হাসিনামনির হোসেন মিন্টু, সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সুন্দরবনের যাতে আর ক্ষতি না হয়, সেজন্য শ্যালা ও পশুর নদীতে ছড়িয়ে পড়া ফার্নেস অয়েল সরিয়ে নেয়ার কাজ ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের।

আজ সোমবার গোপালগঞ্জ ও যশোর জেলায় কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী সুন্দরবনকে রক্ষার বিষয়টি আরও ঘনিষ্ঠভাবে মনিটর করার নির্দেশ দেন। মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে প্রধানমন্ত্রী বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এ ভিডিও কনফারেন্সে অংশ নেন।

নৌযানগুলো মংলা বন্দরে পৌঁছতে এখন ৭ থেকে ৮ কিলোমিটার বেশি পথ সুন্দরবনের ভেতর দিয়ে চলাচল করছে, উল্লেখ করে প্রধানমন্ত্রী মংলা বন্দর থেকে পণ্য পরিবহনে বিকল্প নৌপথ চালুর পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেন। তিনি বলেন, ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর মংলা বন্দরকে পরিত্যক্ত করে রাখে। তখন থেকে প্রধান নৌপথ ঘাশিয়া খাল খনন না করে ফেলে রাখা হয়।

শেখ হাসিনা বলেন, সরকার ইতিমধ্যে খালটি খনন করার এবং সেখান থেকে চিংড়ি প্রকল্পগুলো সরাতে নৌপরিবহন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে।

এ ভিডিও কনফারেন্সে কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, সরকারের কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় সমস্যা এবং ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি এসব বিষয়ে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

শেখ হাসিনা চিরাচরিত মনমানসিকতা পরিহার করে নতুন নতুন চিন্তা-ভাবনা নিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
এ সময় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক এবং পদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্স পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররাফ হোসাইন ভূইঞা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ