সেনা অভিযানে হামলাকারী সব জঙ্গি নিহত
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পাকিস্তানের পেশোয়ারে ওয়ারসাক রোডের সেই স্কুলের হত্যাযজ্ঞের পরিসমাপ্তি ঘটেছে। সেনাবাহিনী স্কুলটিতে অভিযান চালিয়ে হত্যাযজ্ঞ চালানো ছয় তালেবান জঙ্গিকে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। এএফপির খবরে এ কথা বলা হয়েছে। তবে এরই মধ্যে জঙ্গিদের হাতে প্রাণ হারিয়েছে ১৩২ শিক্ষার্থীসহ ১৪১জন।
নিহত ১৩০-এর ১০০ জনই শিক্ষার্থীতেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তানে তালেবানের ঘাঁটি জার্ব-ই-আজবে চলমান সেনা অভিযানের প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে।
এদিকে এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তিন দিনের শোক ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি আগামীকাল বুধবার বেলা সাড়ে ১১টায় পেশোয়ারে গভর্নর হাউসে সব দলের বৈঠক ডেকেছেন।