জিহাদের বাবাকে সৎ উদ্দেশ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

asaduzaman Kamalমেহদী আজাদ মাসুম,  বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজ,
ঢাকা : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শাহজাহানপুরে ওয়াসার পানির পাইপে পড়ে মৃত: জিহাদের বাবাকে সৎ উদ্দেশ্যে আন্তরিকতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যদি এতে অনভিপ্রেত কিছু ঘটে থাকে তা খতিয়ে দেখা হবে।

রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণলয়ের সম্মেলন কক্ষে জঙ্গি প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক শেষে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। পুলিশ মহা পরিদর্শক হাসান মাহামুদ খন্দকার, বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, র‌্যাব মহাপরিচালক মোখলেসুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তরা এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাইপের মধ্যে পড়ে যাওয়া জিহাদের অস্তিত্ব ওয়াসার ক্যামেরায় খূঁজে না পাওয়ার পর জিহাদের বাবাকে পুলিশ হেফাজতে নিয়ে ১২ ঘণ্টার মতো আটকে রেখে মানসিকভাবে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে।

‘শিশু জিহাদের বাবাকে পুলিশি হেফাজতের নামে দীর্ঘ সময় আটকে রেখে নির্যাতন করার অভিযোগ ওঠার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নির্যাতনের অভিযোগ আমি শুনিনি। তবে তা যদি হয় তাহলে দুঃখজনক। জিহাদের বাবাকে সৎ উদ্দেশ্যে আন্তরিকতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যদি এতে অনভিপ্রেত কিছু ঘটে থাকে তা খতিয়ে দেখা হবে। ক্যামেরায় শিশুটির অবস্থান নিশ্চিত না হতে পারায় রহস্য সৃষ্টি হয়েছিল। সেই রহস্য উদঘাটনে হয়তো জিঞ্জাসাবাদ করা হয়েছে।

পুলিশ মহাপরিদর্শক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘এই ঘটনায় দুটি বিষয় ছিল। একটি অভিযান চলছে। অন্যটি- যখন অনিশ্চয়তা দেখা দেয়, তখন শিশুটিকে খুঁজে পাওয়া।’ তিনিও প্রতিমন্ত্রীর শুওে শুর মিলিয়ে বলেন, ‘সৎ উদ্দেশে আন্তরিকভাবে জিজ্ঞসাবাদ করা হয়েছে। এতে জিহাদের বাবা মর্মাহত হয়ে থাকলে তা দেখা হবে। বিষয়টি জানার জন্য কেনো বেশি সময় লাগলো তাও দেখা হবে।

আইজিপি জানান, ঘটনাটি জাতীয় বিষয় হয়ে দাঁড়ায়। শুধু জিহাদের বাবাকে নয় জিহাদের সঙ্গে যারা খেলছিল তাদেও নেওয়া হয়েছিল বিষয়টি জানতে। তবে অনভিপ্রেত কিছু হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

শিশু উদ্ধারে অবহেলার অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাতে যখন ওয়াসার ক্যারোয় শিশুটির অবস্থান ধরা পড়েনি, তখন রাত তিনটার দিকে আমি এবং পুলিশ কমিশনার স্থান ত্যাগ করি। গার্জেভ সরিয়ে তার নিচে খোঁজার কথা বলা হয়েছিল। সেই মোতাবেক ফায়ার সার্ভিস অভিযান চালাচ্ছিল। পরদিন দুপুরে যখন অভিযান চলছে, তখন শিশুটিকে পাওয়া যাবে না মনে করে উদ্ধার অভিযান স্থগিত করে। উদ্ধার হলে ফায়ার সার্ভিসের কর্মীরাই তাকে হাসপাতালে নেয়।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে রাজধানীর শাজাহানপুর রেলওয়ে কলোনী মাঠে খেলার সময় রেলওয়ের পরিত্যাক্ত গভীর পাইপের মধ্যে পড়ে যায় সাড়ে তিন বছরের শিশু জিহাদ। রাতভর উদ্ধার অভিযানে শিশুটির অবস্থান জানা যায়নি। পরের দিন শনিবার দুপুওে স্চ্ছোসেবীদের মাধ্যমে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ