বিটিআরসি নিস্ক্রীয়তার সুযোগে আইএসপিগুলোর স্বেচ্ছাচারীতা ও প্রতারণার প্রতিবাদে মানববন্ধন শনিবার

ICT Movement Newsসাইফ মাহমুদ, প্রযুক্তি রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিটিআরসির আশ্বাসে  তথ্য প্রযুক্তি আন্দোলন চুপ করে থাকলেও বিটিআরসি ইন্টারনেট ব্যাবহারকারীদের জন্য কিছু করেনি। কি কারনে বিটিআরসি এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয় নি, সে ব্যাপারে তথ্য প্রযুক্তি আন্দোলন কে অবগত করা হয় নি। বিটিআরসির আশ্বাসের পর এখন পর্যন্তও জনগনের রক্তচোষা কোম্পানিগুলো তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে প্রতিদিন বিভিন্ন পর্যায়ের ইন্টারনেট ব্যাবহারকারীদের খরচ করতে হচ্ছে তাদের কষ্ট করে অর্জিত টাকা । একজন ছাত্রের জন্য ইন্টারনেট কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো বিটিআরসি জানে । কিন্তু ইন্টারনেট এর খরচ যোগাতে তাকে কতটুকু কষ্ট করতে হয় সে ব্যাপারে বিটিআরসির বিন্দুমাত্র চিন্তা ভাবনা নেই। এরকম বিভিন্ন পর্যায়ের লাখো ইন্টারনেট ব্যাবহারকারী আছে যারা প্রতিদিন তাদের কষ্টে অর্জিত টাকা বিসর্জন দিচ্ছে। এ ছাড়া তাদের জন্য দ্বিতীয় কোন রাস্তা নেই। প্রায় সব কোম্পানিগুলোই কাছাকাছি দামে ইন্টারনেট সেবা প্রদান করছে। এ ব্যাপারে সরকারের কোন হস্তক্ষেপ হয়নি। আদৌ হবে কিনা সে ব্যাপারে ইন্টারনেট ব্যাবহারকারীরা আশাহীনতায় ভুগছে। তবে তারা আশা করেন সরকার খুব শীঘ্রই এ ব্যাপারে হস্তক্ষেপ করবেন, যেহেতু আমাদের বর্তমান সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশ করার জন্য তৎপর।

বিটিআরসির নিস্ক্রীয়তার সুযোগে আইএসপিগুলোর স্বেচ্ছাচারীতা ও প্রতারণার প্রতিবাদে এবং দেশব্যাপি প্রতিটি গ্রামে স্বল্পমূল্যে দ্রুতগতির ইন্টারনেট দেয়ার দাবিতে আগামী ২২ জুন ২০১৩ খৃস্টাব্দ শনিবার সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ইন্টারনেট গ্রাহকরা মানববন্ধন করবে।

সামাজিক জীবনধারা ও তথ্যমূলক বিনোদন বিষয়ক ওয়েব পোর্টাল ডিয়ারজুলীয়াস.কম -এর কর্পোরেট সোস্যাল রেস্পন্সিবিলিটির উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের মূল্যহার বিটিআরসি কর্তৃক প্রতি মেগাবাইট ১০ পয়সা এবং প্রতি গিগাবাইট ১০ টাকা হারে এবং সর্বনিন্ম গতি ৫১২ কিলোবাইট অবিলম্বে ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত সংগঠন তথ্যপ্রযুক্তি আন্দোলন এই মানববন্ধন কর্মসূচি আহ্বান করেছে।
তথ্যপ্রযুক্তি আন্দোলনের সমন্বয়ক জুলীয়াস চৌধুরী এবিসি নিউজ বিডিকে জানান, দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন বেগবান করার জন্য জাতীয় পর্যায়ের এবং জেলা ও উপজেলা পর্যায়ের কর্মসূচি মানববন্ধন থেকে ঘোষণা করা হবে। যদি এসব কর্মসূচীতেও দাবী মেনে নেয়া না হয় তবে ভবিষ্যতে আরও কর্মসূচী দেয়া হবে।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ