উন্নয়ন গবেষনা প্রতিষ্ঠান আইন মন্ত্রিসভায় অনুমোদন
মেহদী আজাদ মাসুম, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : বাংলাদেশ উন্নয়ন গবেষনা প্রতিষ্ঠান আইন (বিআইডিএস) ২০১৫’র নীতিগত ও চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ১৯৫৭ সালে এই আইন প্রথম প্রবর্তন করা হয়। ১৯৭৪ সালে প্রথম এবং এর পর ১৯৮৪ সালে সামরিক সরকারের সময়েও সংশোধন করা হয়। সংশোধিত এই আইনটি এখন বাংলা ভাষায় রুপান্তরিত করা হয়েছে।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বাংলাদেশ উন্নয়ন গবেষনা প্রতিষ্ঠান আইন (বিআইডিএস) ১৯৫৭ সালে প্রথম প্রবর্তন করা হয়। এর পর ১৯৭৪ সালে প্রথমবারের মত এই আইন সংশোধন করা হয়। ১৯৮৪ সালে তৎকালীন সামরিক সরকারের সময়ে আর একবার এই আইন সংশোধন করা হয়। আইনটি বাংলা ভাষায় রুপান্তরিত করে আজ মন্ত্রিসভায় উত্থাপন করা হয়। মন্ত্রিসভা বাংলাদেশ উন্নয়ন গবেষনা প্রতিষ্ঠান আইন ২০১৫ বেটিং সাপেক্ষে নীতিগত ও চুড়ান্ত অনুমোদন দেয়।’
এছাড়া মন্ত্রিসভার বৈঠকে বানিজ্য মন্ত্রীর চলতি বছরের ২৫ থেকে ২৮ নভেম্বর তুরস্কের ইস্তামবুলে ও ১৭ থেকে ২২ নভেম্বর অষ্ট্রেলিয়ার মেলর্নে সফরের বিস্তারিত অবহিত করা হয়। অবহিত করা হয় চলতি বছরের ২৪ থেকে ২৮ নভেম্বর পরিকল্পনা মন্ত্রীর থাইল্যান্ডের ব্যাংকক সফরের কার্যক্রম।