অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচী বিএনপির
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : শান্তিপূর্ণ সমাবেশ করতে না দেওয়ায় সারা দেশে অবরোধ কর্মসূচীর ঘোষনা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, ‘শুধু আমি নই, গোটা দেশই অবরুদ্ধ হয়ে পরেছে। রক্ত দিয়েই দেশের মানুষ অবৈধ এই সরকারকে উৎখ্যাত করবে।
সোমবার বিকেলে গুলশানে রাজনৈতিক কার্যালয়ের ভেতরে খালেদা জিয়া এসব কথা বলেন। সকাল থেকেই কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ওই কার্যালয়ে দুপুর সোয়া ১২টার দিকে তালা লাগিয়ে দেওয়া হয়। পকেট গেটেও তালা লাগায় পুলিশ। বিকেল পৌনে চারটার দিকে তিনি নিজ কক্ষ থেকে বের হয়ে গাড়িতে ওঠেন। সাড়ে চারটার দিকে তিনি গাড়ি থেকে নেমে সাংবাদিকদের সামনে বক্তব্য দেন।
খালেদা জিয়া বলেন, তারা বলছে বন্দী করেনি। কিন্তু গেটে তালা, বের হতে দেওয়া হচ্ছে না। তিনি প্রশ্ন তুলে বলেন, যদি তিনি অবরুদ্ধ না হন তাহলে যারা তার সঙ্গে দেখা করতে চায় তাদেরকে কেন আসতে দেওয়া হচ্ছে না।
খালেদা জিয়া অভিযোগ করে বলেন, এই সরকার জালেম সরকার। সরকার শুধু দেশকে অবরুদ্ধ করেনি, দেশকে কারাগারে পরিণত করেছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, দেশে আজ অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে।
খালেদা জিয়া আরও বলেন, দেশের চিত্র দেখলে মনে হয়, যুদ্ধাবস্থা বিরাজ করছে। এজন্য সম্পূর্ণভাবে সরকার দায়ী। বক্তব্যের একপর্যায়ে একুশে টিভির সম্প্রচার বন্ধ কওে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন খালেদা জিয়া। তিনি বলেন, অন্যরা কথা বলতে পারলে আমরা কেন পারবো না।