৮৬ হাজার গ্যাস সংযোগ বৈধ করার আবেদন
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বেঁধে দেয়া সময়ের মধ্যে দেড় লাখ অবৈধ গ্যাস সংযোগের অর্ধেকের বেশি সংযোগ বৈধ করার আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।
পেট্রোবাংলা চেয়ারম্যান হোসেন মনসুর এবিসি নিউজ বিডিকে জানিয়েছেন, বৃহস্পতিবারের মধ্যে যারা আবেদন করেননি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এর আগে গত ২৮ মে সংবাদ সম্মেলন করে আবাসিক খাতের প্রায় দেড় লাখ অবৈধ গ্যাস সংযোগ বৈধ করতে ২০ জুন পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়।
হোসেন মনুসর বলেন, “যারা আবেদন করেননি তারাই প্রকৃত চোর। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হবে এবং দোষীদের বিরুদ্ধে জেল, জরিমানার ব্যবস্থা করা হবে।”
অবৈধ সংযোগের সিংগভাগই তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির অধীনে।
তিতাসের ব্যবস্থাপক (জনসংযোগ) মো. শাহজাহান এবিসি নিউজ বিডিকে বলেন, বুধবার পর্যন্ত ৮৬ হাজার ৫৯টি চুলা বৈধ করার আবেদন পড়েছে। আবেদনকারীর সংখ্যা আটাশ হাজার আটশত উনত্রিশ । বৃহস্পতিবারের হিসাব এখনো চূড়ান্ত হয়নি।”প্রায় তিন বছর আবাসিক গ্যাস সংযোগ বন্ধ রাখার পর আবার নতুন সংযোগ দেয়ার বিষয়ে মে মাসের প্রথম সপ্তাহে সিদ্ধান্ত নেয় সরকার। পর্যাপ্ত গ্যাসের অভাবে ২০১০ সালের ১৩ জুলাই থেকে আবাসিক গ্যাস সংযোগ বন্ধ রাখা হলেও ‘অসাধু কর্মকর্তাদের’ সহযোগিতায় প্রায় দেড় লাখ অবৈধ সংযোগ দেয়া হয়।
অবৈধ গ্রাহকরা এক বছরের বিল এবং তিন মাসের বিলের সমপরিমাণ অর্থ জরিমানা দিয়ে বৈধ হতে পারবেন।
অবৈধ গ্রাহকদের মধ্যে তিতাস গ্যাসে অধীনে ৫৭ হাজার ৪১৪ জন গ্রাহক ২০১১-১২ অর্থবছরে বিল পরিশোধ করেছেন, যার পরিমাণ ১১৬ কোটি ৮৬ লাখ টাকা।
কিন্তু সংযোগ অবৈধ হওয়ায় এসব অর্থ হিসাবের মধ্যে এখনো অন্তর্ভুক্ত করা যায়নি।
তবে এই ৫৭ হাজার ৪১৪ জন গ্রাহক বিল পরিশোধ করলেও অন্য অবৈধ সংযোগধারীদের মতো তাদেরকেও একবছরের বিল ও তিন মাসের বিলের সমপরিমাণ জরিমানা দিয়ে বৈধ হতে হবে বলেও জানান পেট্রোবাংলা চেয়ারম্যান।