দেশে ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ

viber tangoসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ইন্টারনেট সংযোগের মাধ্যমে বাড়তি খরচ ছাড়াই কথা বলা ও খুদে বার্তা পাঠানোর বিশেষ যোগাযোগের মাধ্যম ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ করে দিয়েছে সরকার। আজ রোববার সকাল থেকে এই মাধ্যম দুটি ব্যবহার করতে পারছেন না দেশের ব্যবহারকারীরা।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক চিঠি এবং মৌখিক নির্দেশে আজ ভোর পাঁচটা থেকে সেবা দুটি বন্ধ করে দেওয়ার নির্দেশ হয় বলে বিটিআরসি এবং একাধিক মোবাইল অপারেটর সূত্র জানিয়েছে।

ওই নির্দেশে প্রথমে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সেবা দুটি বন্ধ রাখার কথা বলা হলেও পরে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধের সময়সীমা বাড়ানো হয়।

বিটিআরসির সূত্র জানিয়েছে, গতকাল শনিবার রাত থেকেই ধাপে ধাপে বন্ধ করা হয়েছে ভাইবার ও ট্যাঙ্গো। প্রথমে মোবাইল অপারেটরগুলোকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়। সর্বশেষ আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) লাইসেন্সধারীরা এই নির্দেশ পেয়েছেন।

ভাইবার ও ট্যাঙ্গো বন্ধের কারণ হিসেবে ওই সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিটিআরসি এ কাজ করেছে। নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ