অবরোধ চলছে, চলবে: খালেদা জিয়া
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, অবরোধ চলবে। তিনি দেশবাসীকে চলমান অবরোধ পালনের জন্য আহ্বানও জানিয়েছেন।
আজ সোমবার রাতে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে খালেদা জিয়া অবরোধ চালিয়ে যাওয়ার এই ঘোষণা দেন।
খালেদা জিয়া বলেন, চলমান সংকট নিছক কোনো আইনশৃঙ্খলাজনিত সংকট নয়। এটি রাজনৈতিক সংকট। এই সংকট সমাধানে আবারও তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
খালেদা জিয়া অভিযোগ করেন, বর্তমানে দেশে যেসব নাশকতামূলক কর্মকাণ্ড চলছে তার জন্য ক্ষমতাসীন দল দায়ী। এর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।
১৫ দিন অবরুদ্ধ হয়ে থাকার পর গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার পর হঠাৎ করে খালেদা জিয়ার কার্যালয়ের প্রধান ফটকের সামনে থাকা পুলিশের দুটি গাড়ি সরিয়ে নেওয়া হয়। অবরোধমুক্ত হয়ে এটি খালেদা জিয়ার প্রথম প্রেস ব্রিফিং।
খালেদা জিয়া বলেন, তাঁর কার্যালয়ের সামনে থেকে সরকার যদি পুলিশ ব্যারিকেড সরিয়ে নিয়ে থাকে, তাকে তিনি স্বাগত জানান। তিনি সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান। সরকার ‘জনগণের ভোটের যে অধিকার হরণ করেছে’ তা ফিরিয়ে দিতে আহ্বান জানান তিনি।
লিখিত বক্তব্য শেষে খালেদা জিয়া সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।
খালেদা জিয়া লিখিত বক্তব্যে বলেন, সারা দেশে ২০-দলীয় জোটের নেতারা বিরাট মিছিল নিয়ে রাস্তায় নামলে মিছিলে গুলি করা হয়েছে। পুলিশের মদদপুষ্ট হয়ে ছাত্রলীগও গুলি ছুড়েছে, এতে কয়েকজন প্রাণও হারিয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনে তারা হামলা চালিয়েছে।
খালেদা জিয়া বলেন, ‘পুলিশ প্রহরায় মধ্যে ছাত্রছাত্রীদের গাড়িতে পেট্রলবোমা ছোড়া হয়েছে, এর তীব্র নিন্দা জানাই। আমরা পুড়িয়ে মারার অপতৎপরতায় বিশ্বাস করি না। আমরা গান পাউডার, লগি-বৈঠা দিয়ে আক্রমণ করি না, করে আওয়ামী লীগ। আমার দৃঢ় বিশ্বাস, এখনো আওয়ামী লীগই এগুলো করছে।’