রাজশাহী ও সিলেটে হরতাল
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজশাহীতে আগামীকাল বুধবার সকাল থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে ছাত্রশিবির। পরশু বৃহস্পতিবার সিলেট বিভাগে হরতাল ডেকেছে বিএনপি। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের চলমান অবরোধের মধ্যে আজ মঙ্গলবার আলাদাভাবে এ হরতালের ডাক দেওয়া হয়।
রাজশাহী: রাজশাহী বিভাগের আট জেলায় কাল সকাল ছয়টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির। শিবিরের চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজ শাখা সভাপতি আসাদুল্লাহ তুহিনকে র্যাব ধরে নিয়ে হত্যা করেছে-এ অভিযোগ করে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের পক্ষ থেকে এই হরতালের ডাক দেওয়া হয়।
রাজশাহী মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হরতাল ডাকার খবর জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী অঞ্চলের শিবির নেতাদের এক জরুরি বৈঠকে হরতালের সিদ্ধান্ত হয়। বৈঠকে ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আশরাফুল আলম, রাজশাহী মহানগরে সভাপতি আনোয়ারুল ইসলাম, বগুড়া শহর শাখার সভাপতি আলাউদ্দিন সোহেলসহ আট জেলার সভাপতিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, গতকাল সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র ও কলেজ শাখা শিবিরের সভাপতি আসাদুল্লাহ তুহিনকে র্যাবের একটি দল তাঁর নিজ বাসা থেকে ধরে নিয়ে যায়। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে তাঁর লাশ পাওয়া যায়।
সিলেট: সিলেট বিভাগের চার জেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে এ হরতাল পালন করা হবে। আজ দুপুরে জেলা ও নগর বিএনপি এ হরতালের ডাক দেয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজমল বখত চৌধুরী হরতাল ডাকার বিষয়টি নিশ্চিত করে জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক দায়ের করা মামলায় কথিত ‘হুকুমের আসামি’ করার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।