হরতালে এসএসসি পরীক্ষা নয় : নাহিদ
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজ বিডি,
ঢাকা : শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে হরতালের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, অবরোধের দিন পরীক্ষা নেওয়া হবে।
রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে আয়োজিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। বৈঠকে শিক্ষা সচিব নজরুল ইসলাম খানসহ শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘সোমবার এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামী বুধবার থেকে শুরু হবে। ২ ফেব্রুয়ারির পরীক্ষা আগামী শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২ পর্যন্ত নেওয়া হবে।’ এ সময় শিক্ষামন্ত্রী সব রাজনৈতিক দলকে পরীক্ষার সময় কর্মসূচি না দেওয়ার জন্য অনুরোধ জানান।
অবরোধে পরীক্ষার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘অবরোধ তেমন পালন হয় না। তাই অবরোধের দিন পরীক্ষা হবে। হরতালের দিন হবে না। কারণ তাদের (২০ দলীয় জোট) অবরোধ কার্যকর হয় না বলেই এর মধ্যে হরতাল দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমরা তো পরীক্ষার্থীদের পুড়িয়ে, জ্বালিয়ে মারার এবং সহিংসতার মধ্যে ঠেলে দিতে পারি না। তাদের নিরাপদ জীবন আমাদের কাছে বড়। সে কথা মনে রেখে হরতালের দিন আমরা পরীক্ষা পরিবর্তন করে দিব।’