তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদন

cab pic.মেহদী আজাদ মাসুম, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : তথ্য-যোগাযোগ প্রযুক্তির যথাযথো ব্যবহার ও ২০২১ সালের রুপকল্প বাস্তবায়নের লক্ষে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা ২০১৫’র অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ২০০৯ সালে এই নীতিমালা প্রনয়ন করা হয়। প্রনীত এই নীতিমালা ২০১৩ সালে সংশোধনের জন্য ফেরৎ পাঠানো হয়।

সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, তথ্য-যোগাযোগ প্রযুক্তির ব্যাপক প্রসার, এর যথাযথো ব্যবহার ও ২০২১ সালের রুপকল্প বাস্তবায়নের লক্ষে আজ মন্ত্রিসভা ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা ২০১৫’র অনুমোদন দিয়েছে। ২০২১ সালের মধ্যে তিন ধাপে এই নীতিমালা বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন, ২০০৯ সালে এই নীতিমালা প্রথম প্রনয়ন করা হয়েছিল। প্রনীত এই নীতিমালা ২০১৩ সালে মন্ত্রিসভায় উত্থাপনের পর আরো সংশোধনের জন্য তা ফেরৎ পাঠানো হয়।

এছাড়া তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মলয়েশিয়া ও তেহরান সফরের বিষয় মন্ত্রিসভায় অবহিত করা হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ