টেলিযোগাযোগ অধিদপ্তর সৃজনের প্রস্তাব অনুমোদন

cab pic.মেহদী আজাদ মাসুম,  বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে টেলিযোগাযোগ অধিদপ্তর সৃজনের প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া সরকারি করপোরেশন (ব্যবস্থাপনা-সমন্বয়) আইন ২০১৫’র প্রয়োজনীয়তা আছে কি না’ সে বিষয়ে মন্ত্রিসভাকে আরো বিস্তারিত অবহিত করতে শিল্প মন্ত্রণালয়ের এই প্রস্তাবনা ফেরৎ পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকের মন্ত্রিসভা ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে টেলিযোগাযোগ অধিদপ্তর সৃজনের প্রস্তাবের অনুমোদন দিয়েছে। সচিব বলেন, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স অর্ডিনেন্স ১৯৭৯ এর অধিনে ছিল বিটিটিবি। ২০০৮ সালে বিটিটিবি ভেঙ্গে বিটিসিএল ও বিএসসিসিএল গঠন করা হয়।

মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা আরো বলেন, মন্ত্রিসভার আজকের অনুমোদনের পর এ বিষয়ে একটি অধিদপ্তর গঠন করা হবে। এই অধিদপ্তর মন্ত্রণালয়ের কার্য সম্পাদনের জন্য কারিগরি পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।

সচিব বলেন, বিটিসিএল ও বিএসসিসিএল এর ৫ হাজার ৫৩৬ জন কর্মকর্তা-কর্মচারীর পদ অবসরে যাওয়া সাপেক্ষে বিলুপ্ত করা হবে। এই অধিদপ্তরের ৮১টি প্রথম শ্রেনীর পদসহ ২৩৮টি পদ স্থায়ী করা হয়েছে। অধিদপ্তরে একজন মহাপরিচালক থাকবেন বলেও জানান তিনি।
মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন, মন্ত্রিসভার বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের উত্থাপিত  সরকারি করপোরেশন (ব্যবস্থাপনা-সমন্বয়) আইন ২০১৫’র প্রয়োজনীয়তা আছে কি না’ সে বিষয়ে আরো পরিক্ষা-নীরিক্ষা করে মন্ত্রিসভাকে অবহিত করতে শিল্প মন্ত্রণালয়ে এই প্রস্তাবনা ফেরৎ পাঠানো হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ