ইতিহাস জানতে হবে: অমর্ত্য সেন

Amorotto Shen অমর্ত্য সেনআজমী আনোয়ার, সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, ‘ইতিহাস লেখা সহজ নয়। তার পরও আমাদের ইতিহাস জানতে হবে। বাংলার ইতিহাস, পশ্চিমবঙ্গের ইতিহাস, অবিভক্ত ভারতের ইতিহাস, উপমহাদেশের ইতিহাস জানতে হবে। আর সেই ইতিহাস জানতে হলে বিভিন্ন অঞ্চল আর বিভাগের ইতিহাস তুলে আনতে হবে।’
মানিকগঞ্জের শত মানিক এবং বিক্রমপুর: ইতিহাস ও ব্যক্তিত্ব এই দুটি বইয়ের প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন অমর্ত্য সেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় জাদুঘর মিলনায়তনে এই প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বই দুটো লিখেছেন আজহারুল হক। অমর্ত্য সেন এই বই দুটোর মোড়ক উন্মোচন করেন।
অমর্ত্য সেন বলেন, ‘ইতিহাস লেখা সহজ নয়। নানা পত্রিকা, অপ্রকাশিত নানা চিঠি, অনেক ধরনের খাটুনি করে ইতিহাস লিখতে হয়। এমন একটি বই প্রকাশ করার জন্য লেখককে ধন্যবাদ।’
অমর্ত্য সেন আরও বলেন, ‘আমাদের দেশে বাবার পরিচয়ের দিক থেকেই বাড়ি নির্ধারিত হয়। কিন্তু এই পার্থক্য করা উচিত কি না, সেটি নিয়ে বিতর্ক আছে। তবে আমার জন্য খুশির দিন এই কারণে যে আমার বাবার বাড়ি মানিকগঞ্জে, আর মায়ের বিক্রমপুরে। আর আজকের দিনে এই দুটি এলাকারই বই প্রকাশ হচ্ছে। কাজেই আমি খুশি।’
অনুষ্ঠানের সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘অমর্ত্য সেন আমাদের খুব ঘনিষ্ঠ মানুষ। অনেক দিন ধরেই তাঁকে চিনি। এমন একটি বই প্রকাশের অনুষ্ঠানে অমর্ত্য সেনের মতো একজন খ্যাতিমান মানুষের উপস্থিতি আমাদের জন্য বিশাল পাওয়া।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ইকরাম আহমেদ বলেন, ‘অমর্ত্য সেন আজ বিশ্বজুড়ে স্বীকৃত। এই ধরনের মানুষের জীবন থেকে আমরা আলোকিত হতে পারি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক মন্ত্রী মিজানুর রহমান, ঢাকার মানিকগঞ্জ সমিতির সভাপতি অধ্যাপক মাহফুজা খানম, ঢাকার ভারতীয় হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার সন্দীপন চক্রবর্তী, অর্থসচিব মাহবুব আহমেদ, মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির সভাপতি মুনিরুজ্জামান ভুইয়া, বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার উপদেষ্টা মীর মোতাহার হোসেন, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ইউছুফ হারুণ ভুঁইয়া, বইয়ের লেখক আজহারুল ইসলাম ও প্রকাশনা কমিটির সদস্যসচিব বজলুর রশীদ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ