এ সরকারই শেষ সরকার নয়
আব্দুল মান্নান, সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপি ও ২০-দলীয় জোটের আন্দোলন কেবল ক্ষমতায় যাওয়ার লড়াই নয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, এ আন্দোলন রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফেরত দেওয়ার। আজ শনিবার এক বিবৃতিতে তিনি দাবি করেন, ‘সরকার এ আন্দোলনকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ড হিসেবে উপস্থাপনের সীমাহীন চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে। ’
ছাত্রদল, যুবদলসহ যেসব নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তারের পর অস্বীকার করছে, তাঁদের তালিকা সংরক্ষণ করা হচ্ছে-উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘পুলিশ-র্যাবের কতিপয় দলকানা সদস্যদের উদ্দেশ্যে বলতে চাই, এই সরকারই শেষ সরকার নয়। অতএব, অবৈধ সরকারের পৃষ্ঠপোষকতা করে আইনের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারবেন না। ’
সালাহ উদ্দিন আহমেদ অভিযোগ করেন, ‘বিনা ভোটের অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর সরাসরি হুকুমে র্যাব, পুলিশ, বিজিবির কতিপয় দলবাজ সেবাদাস কর্তাব্যক্তিরা আন্দোলনরত বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিভিন্ন নৃশংস কায়দায় ক্রসফায়ারের মাধ্যমে বিচারবহির্ভূতভাবে হত্যা করে সমগ্র দেশকে বধ্যভূমিতে পরিণত করলেও তারা অবৈধ সরকারকে রক্ষা করতে পারবে না। ২০-দলীয় জোটের নেতা-কর্মীরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী ঢাকা পর্যন্ত সর্বত্র ওই সমস্ত দলবাজ পিশাচ কর্মকর্তা-কর্মচারীদের তালিকা প্রণয়ন অব্যাহত রেখেছে। ’ ‘গোটা রাষ্ট্রের জনগণই আজ পুলিশি রিমান্ডে জীবনযাপন করছে’ মন্তব্য করে তিনি বলেন, ‘জাতিকে সেই পুলিশি রিমান্ড থেকে মুক্ত করার জন্য অবিরাম সংগ্রামের কেনো বিকল্প নেই। ’
ব্লগার ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘বাংলা একাডেমি ও টিএসসির মতো স্থানে নিশ্ছিদ্র পুলিশ বেষ্টনীর মধ্যেও অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড প্রমাণ করে, এ দেশের কোনো নাগরিকের জানমালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ। ’
বিবৃতিতে রোববার সকাল থেকে ৭২ ঘণ্টা হরতাল পালনের জন্য আহ্বান জানান বিএনপির এই নেতা।