খালেদার কার্যালয়ে ৪ সাংসদের স্মারকলিপি
আব্দুল মান্নান, সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে আজ বুধবার স্মারকলিপি দিয়েছেন জাতীয় সংসদের চারজন চিকিৎসক সাংসদ। এ সময় চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শাইরুল কবিরের সঙ্গে তাঁদের বাগবিতণ্ডা হয়।
বেলা একটার দিকে সরকারদলীয় সাংসদ ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের নেতৃত্বে চারজন সাংসদ চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের ফটকের সামনে যান। তাঁদের দাবি, অবরোধ-হরতালের নামে সন্ত্রাস, পেট্রলবোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির নেত্রীকে স্মারকলিপি দিতে এসেছেন।
এ সময় শাইরুল কবির তাঁদের বলেন, ‘আপনারা স্মারকলিপি কি প্রধানমন্ত্রীকে দিয়েছেন? আপনারা বার্ন ইউনিটে যাওয়ার কথা বলেন, আপনারা কি পঙ্গু হাসপাতালে গেছেন?’
এ সময় সাংসদ ও চিকিৎসক হাবিবে মিল্লাত বলেন, ‘যাঁরা হরতাল-অবরোধের নামে নৈরাজ্য করেছে, আমরা তাদের কাছে এসেছি।’ জবাবে শাইরুল কবির বলেন, ‘আপনারা শুধু এখানে এসে নাটক করেন। এটা দুঃখজনক। আপনারা এমন একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীকে দিয়ে আসেন।’ তখন ওই চিকিৎসকদের সঙ্গে আসা এক ব্যক্তি চিৎকার করে বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেব, তবে তা আপনাদের দমন করতে।’
এরপর দুই পক্ষের মধ্যে সাময়িক উত্তেজনার পর শাইরুল কবির স্মারকলিপি গ্রহণ করেন।
পরে সাংবাদিকদের রুহুল হক বলেন, ‘বিএনপি দাবি করছে, তারা অবরোধে সন্ত্রাস-নাশকতা করছে না। আমরা বলেছি, তাহলে কারা এসব করছে। আমরা বলেছি, আপনারা কর্মসূচি প্রত্যাহার করুন, তারপর দেখব, কারা এসব করছে।’
এ সময় সাংসদ ইউনুস আলী বলেন, ‘আমরা ২৪ ঘণ্টার মধ্যে কর্মসূচি প্রত্যাহার করতে বলেছি। তা না হলে আমরা প্রতিবাদ না প্রতিরোধ করব।’ এ সময় আরেক সাংসদ ও চিকিৎসক এনামুর রহমান উপস্থিত ছিলেন।