দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের প্রশ্নে রুল

High-Court-sm20130120092335আব্দুল মান্নান, সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সিন্ডিকেটসহ আট বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক ২৬ জন শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজ এ রুল জারি করলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ