সালাহ উদ্দিনকে ফেরত না দিলে কঠিন পরিণতি

Khaleda zia খালেদা জিয়ামনির হোসেন মিন্টু, সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে অনতিবিলম্বে ফিরিয়ে না দিলে ভবিষ্যতে সরকারকে ‘কঠিন পরিণতির’ মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, সালাহ উদ্দিনকে গ্রেপ্তারের কথা অস্বীকার করে দায় এড়ানোর সুযোগ নেই। এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ–উৎকণ্ঠার বিষয়টাও সরকারের মনে রাখা উচিত।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন। বিবৃতিতে সই করেন চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান। বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সালাহউদ্দিনকে গ্রেপ্তার করে নিয়ে যাবার আগে-পরে স্থানীয় তরুণ ও নিরাপত্তা কর্মী এবং বাসার দারোয়ানের সঙ্গে তাঁদের কথা হয়েছে। তাঁদের পরিচালিত অভিযানের অনেক প্রত্যক্ষদর্শী রয়েছে। কাজেই তাঁকে গ্রেপ্তারের কথা অস্বীকার করে দায় এড়াবার কোনো সুযোগ নেই।’
খালেদা জিয়া বলেন, ‘সালাহ উদ্দিন আহমেদের মতো একজন রাজনীতিবিদ এভাবে উধাও হয়ে যাবে আর ক্ষমতাসীনরা সেটা নিয়ে উৎকট রসিকতা করে পার পেয়ে যাবে, এমন মনে করার কোনো কারণ নেই।’
সবাইকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘দেশে এখন কেউ-ই নিরাপদ নয়। যে কেউ, যেকোনো সময় গুম কিংবা খুন হয়ে যেতে পারেন।’
খালেদা জিয়া বলেন, সালাহ উদ্দিনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়ার পর ১২ দিন অতিবাহিত হয়েছে। এখনো তাঁকে মুক্তি দেওয়া বা আদালতে হাজির করা হয়নি। এমনকি তাঁকে গ্রেপ্তারের কথা স্বীকার পর্যন্ত করা হচ্ছে না। এতে উৎকণ্ঠা সীমাহীন পর্যায়ে পৌঁছেছে।

বিএনপির চেয়ারপারসন অভিযোগ করেন, বিএনপিসহ ২০–দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর তাঁদের নিখোঁজ ও গুম করে ফেলা আওয়ামী সরকারের আমলে এক নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। গ্রেপ্তারের কথা অস্বীকারের পর বিভিন্ন জায়গায় নেতা-কর্মীদের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনাও প্রায়ই ঘটছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ