নির্বাচনী ব্যবস্থার ওপর মানুষের আস্থা কমেছে-ইডব্লিউজি
মনির হোসেন মিন্টু, সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি) দাবি করেছে, নির্বাচনী ব্যবস্থার ওপর মানুষের আস্থা কমেছে। তাদের ধারণা, ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ ও এরপর উপজেলা নির্বাচনের পর মানুষের আস্থা অস্বাভাবিকভাবে কমেছে। এজন্য সবার আগে নির্বাচনী ব্যবস্থার ওপর মানুষের বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি।
ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ মত ব্যক্ত করেছে ইডব্লিউজি।
সংবাদ সম্মেলনে বলা হয়, সব প্রার্থীর জন্য সমান সুযোগ এবং নির্বাচনী কার্যক্রমের প্রতিটি পদক্ষেপে পেশাগত আচরণ, স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রদর্শনের মাধ্যমে এ বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের পরিচালক আব্দুল আলীম বলেন, সবার কাছে গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন সবার কাম্য। গণতন্ত্রে নির্বাচনের অপরিহার্য ভূমিকার কারণে ইডব্লিউজি সব ধরনের নির্বাচনকে স্বাগত জানায়। প্রার্থী ও ভোটাররা যেন নির্ভয়ে থাকতে পারে, এজন্য নির্বাচন কমিশনকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।
রাজনৈতিক মনোনয়ন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে আরো বলা হয়, সিটি করপোরেশন নির্বাচন কোনো দলীয় নির্বাচন নয়। তাই রাজনৈতিক মনোনয়ন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে। নির্বাচন সংক্রান্ত নীতিমালার কার্যকর বাস্তবায়ন করতে হবে।
ঢাকা সিটি নির্বাচনে ইডব্লিউজির ৪৬ জন দীর্ঘ মেয়াদি পর্যবেক্ষক ও নির্বাচনের দিন এক হাজার পর্যবেক্ষক কাজ করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এসময় সংগঠনটির সদস্য নাজমুল আহসান কলিমুল্লাহ, কামরুল হাসান, তালেয়া রহমান, এইচ এম নোমান, বিনয় কৃষ্ণ মল্লিক ও হারুণ অর রশিদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোটগ্রহন হওয়ার কথা রয়েছে।