গুগলে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন

e12f172e5b2f09c0ce3eb46e00933352-16সাইফুল ইসলাম শাহীন, তথ্য-প্রযুক্তি ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: আজ ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস। এই বিশেষ দিবসটি উদযাপনে বিশেষ একটি ডুডল প্রকাশ করেছে গুগল। গুগলের হোমপেজে গেলে (www.google.com.bd/webhp?hl=bn) আজ গুগলের এই ডুডলটি চোখে পড়বে। 
লাল সবুজের ডুডলটিতে গুগল লেখাটিকে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের পতাকার আদলে। ইংরেজিতে লেখা গুগলের ‘ও’ অক্ষরটিকে লাল রঙে বৃত্ত হিসেবে দেখানো হয়েছে যার মধ্যে রয়েছে বাঘ (রয়াল বেঙ্গল টাইগার)।
এই ডুডলটির ওপর ক্লিক করলে গুগল সার্চ পেজে নিয়ে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস সম্পর্কিত সংবাদ ও আর্টিকেলের বিভিন্ন লিংকে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ