বিএনপিকে আর প্রস্তাব দেয়া হবে না

hanifরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপিকে আর নতুন করে আলোচনার প্রস্তাব দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।

আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।তিনি বলেন, “আমরা আর আলোচনার প্রস্তাব দেব না। আলোচনার যদি প্রয়োজন হয়, তাহলে তারা বলবে।”

ক্ষমতাসীন দলের এই  নেতা বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবির বিষয়ে সংসদে মুলতবি প্রস্তাব দিয়ে আবার তা প্রত্যাহারের মাধ্যমে প্রমাণ করেছে যে তারা আলোচনা চায় না।

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পর তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত হওয়ায় এখন আওয়ামী লীগ সরকারের অধীনেই নির্বাচন হবে। তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না দাবি করে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বিরোধী দল।

নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে নির্বাচনকালীন মন্ত্রিসভার রূপরেখা নিয়ে আলোচনার জন্য ইতোমধ্যে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে আলোচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বিএনপি বলে আসছে, আগে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরানোর ঘোষণা না পেলে কোনো আলোচনায় তারা যাবে না।

আগামী নির্বাচন পদ্ধতি নিয়ে দুই প্রধান দলের এই বিপরীতমুখী অবস্থানের মধ্যে ‘তত্ত্বাবধায়ক’ ফিরিয়ে আনার দাবিতে সংসদে মুলতবি প্রস্তাব জমা দিয়েও তা ফিরিয়ে নেয় বিএনপি।

গত ২২ মে সংসদ সচিবালয়ে জমা দেয়া ওই প্রস্তাবে ‘সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে’ কেয়ারটেকার সরকার পদ্ধতি পুনর্বহালের প্রস্তাব রাখা হয়েছিল।

হানিফ বলেন, প্রস্তাব প্রত্যাহারের মাধ্যমে বিরোধী দল প্রমাণ করেছে যে তারা ‘ষড়যন্ত্রের রাজনীতিতে’ বিশ্বাস করে।

দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ।দলের অধিকাংশ জ্যেষ্ঠ নেতা এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়া যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছা সেবক লীগ, জাতীয় মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে সর্বদলীয় কর্মী সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের আত্মপ্রকাশ ঘটে। রোববার প্রথম প্রহরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া কেক কেটে দলের বার্ষিকী উদযাপন করেন।

দিবসটি উপলক্ষে সকালে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের ‘শিখা চিরন্তন ’ থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ