আওয়ামী লীগের ৬৪ বছর হল
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রতিষ্ঠার ৬৪ বছর পূর্ণ করল দেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার রোজ গার্ডেনে সর্বদলীয় কর্মী সম্মেলনের মাধ্যমে দলটির আত্মপ্রকাশ ঘটে।
রাত ১২টায় বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া কেক কেটে ৬৪তম বার্ষিকী উদযাপন করেন।
এ সময় আওয়ামী লীগের মহানগর কমিটির সহসভাপতি মুকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশেমের নেতৃত্বাধীন তৎকালীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একাংশের সম্মেলনের মধ্য দিয়ে ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার টিকাটুলীর কে এম দাস লেনের রোজ গার্ডেনে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের’ জন্ম।
পরে ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ থেকে মুসলিম শব্দটি বাদ দেয়া হয়।
এদিকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী বার্ষিকী উপলক্ষে রোববার সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় কার্যালয় এবং দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন কর্মসূচি পালন করার কর্মসূচি রয়েছে।
এ ছাড়া বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, পায়রা উন্মুক্তকরণ ও বেলুন উড়ানো এবং বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ‘শিখা চিরন্তন ’ থেকে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণ পর্যন্ত শোভাযাত্রা করবে দলের নেতাকর্মীরা।