ফের চলবে কালুখালী-ভাটিয়াপাড়া ট্রেন
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আগামী দুমাসের মধ্যে কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথটি চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক।
শনিবার বিকালে ফরিদপুরের মধুখালীতে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।
লোকসানের কথা বলে ১৯৯৭ সালে রাজবাড়ির কালুখালী থেকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া পর্যন্ত এই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
তখন এই লাইনে একটি মেইল ও দুইটি লোকাল ট্রেন চলাচল করত।
মধুখালী ঈদগা মাঠে এ সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মফিজুর রহমান মঞ্জু মিয়া সভাপতিত্ব করেন।
গত বছরের প্রথমদিকে কালুখালী-ভাটিয়াপাড়া হয়ে টুঙ্গীপাড়া বঙ্গবন্ধু সমাধিক্ষেত্র পর্যন্ত ১৩৫ কিলোমিটার এ রেল লাইন স্থাপন ও সংস্কারের কাজ শুরু হয়।