কলেজ ছাত্রীর কাছে পাওয়া গেল ৩০ হাজার ইয়াবা

yabacstudentরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মশিউর রহমান জানান, বৃহস্পতিবার গভীর রাতে কমলাপুর, রামপুরা ও নাজিমউদ্দিন রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

“তাদের কাছ থেকে মোট ৩০ হাজার ইয়াবা পাওয়া গেছে।”

গ্রেপ্তার ছয়জন হলেন- ম্যানিলা চৌধুরী, কুলসুম বেগম, আবু তাহের, মো. খালেদ, জানে আলম ও মো. আরিফ।

এদের মধ্যে ম্যানিলা সরকারি তিতুমীর কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে উপ কমিশনার জানান।

এবিসি নিউজ বিডিকে তিনি জানান, রামপুরা ও নাজিমউদ্দিন রোড এলাকা থেকে প্রথমে তাহের, খালেদ, আলম ও আরিফকে গ্রেপ্তার করা হয়।

“তাদের মাধ্যমে ফাঁদ পেতে রাত সোয়া ১২টার দিকে কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে ম্যানিলা ও কুলসুমকে গ্রেপ্তার করা হয়।”

ম্যানিলা এর আগেও মাদক আইনে জেলে গেছেন জানিয়ে মশিউর আরো বলেন, “কারাগারে থাকার সময় মাদক পাচারকারীদের নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তোলে ম্যানিলা। এছাড়া ২০০৭ সালে একটি ব্যাংক ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততা ছিল বলে আমাদের ধারণা।”

পুলিশ বলছে, ম্যানিলার বাবাও মাদক চোরাকারবারে জড়িত। বাবার মাধ্যমেই তিনি এই চক্রের সঙ্গে জড়িয়েছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ