কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩ আহত ৫
আজমী আনোয়ার, সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, মাগুরা: মাগুরা-যশোর সড়কের সদরের মঘীর ঢাল আঙ্গরদাহ এলাকায় কাভার্ডভ্যানের ঢাক্কায় ৩ শ্রমিক নিহত ও ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- জামাল হোসেন (৫০), মকিম উদ্দিন (৬০) ও শাহাদত হোসেন (৫২)। তাদের বাড়ি যশোর জেলা সদরে।
খাদে পড়ে যাওয়া কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান টেনে টুলতে শ্রমিক হিসাবে তারা ঘটনাস্থলে এসেছিল।
পুলিশ ও দুর্ঘটনায় আহতরা জানান, রাতে মাগুরা-যশোর সড়কের মঘীর ঢাল এলাকায় খাদে পড়া একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান উদ্ধার করতে যশোর থেকে কয়েকজন শ্রমিক ঘটনাস্থলে আসেন। রাত ১১ টার দিকে ওই শ্রমিকরা কাভার্ডভ্যানটিকে খাদ থেকে রাস্তায় তুলতে সক্ষম হন। কাজ শেষে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে তাদের মজুরি বুঝে নিচ্ছিল। এ সময় অপর একটি কাভার্ডভ্যান নসিমনটিকে পেছন থেকে ধাক্কা দিলে রাস্তায় দাঁড়ানো শ্রমিকদের মধ্যে ৩ জন ঘটনাস্থলেই মারা যান। এতে গুরুতর হন আরো ৫ শ্রমিক।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।