মাইক্রোসফট এর নতুন ব্রাউজার এজ
সাইফুল ইসলাম শাহীন, তথ্য-প্রযুক্তি ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রজেক্ট টাইটান কোড নাম দিয়ে গোপনে মাইক্রোসফট একটি ব্রাউজার তৈরি করছিল। সম্প্রতি সেই ব্রাউজারটি সম্পর্কে তথ্য প্রকাশ করল মাইক্রোসফট। এই ব্রাউজারটির নাম হবে এজ। অর্থাৎ, ইন্টারনেট এক্সপ্লোরারকে অবসর দিয়ে মাইক্রোসফটের নতুন ব্রাউজার হতে যাচ্ছে এজ।
মাইক্রোসফটের কর্মকর্তারা বলছেন, এজ ব্রাউজার হবে ইন্টারনেট এক্সপ্লোরের চেয়ে হালকা ও দ্রুতগতির। এতে নতুন বেশ কিছু ফিচার থাকবে। এতে বিল্ট ইন ফিচার হিসেবে থাকবে নোটেশন টুল, ব্যবহারকারীকে কোনোভাবে বিরক্ত না করে পড়ার সুবিধা, কর্টানা থেকে ওয়েবসাইটের তথ্য জানার সুবিধা, উইন্ডোজের জন্য ভয়েস অ্যাসিট্যান্ট টুল প্রভৃতি।
মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম বিভাগের করপোরেট ভাইস প্রেসিডেন্ট জো বেলফিউরি জানিয়েছেন, ‘উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের জন্য তৈরি করা হচ্ছে মাইক্রোসফটের এজ ব্রাউজার। উইন্ডোজ ১০ সমর্থনকারী বিভিন্ন যন্ত্রে এই ব্রাউজারটি চালানো যাবে।’
বিল্ড ২০১৫ নামে ডেভেলপার সম্মেলনে গতকাল বেলফিউরি নতুন ব্রাউজারের তথ্য জানান।
জো বেলফিউরি এজ নামটি বেছে নেওয়ার কারণ হিসেবে বলেন, ‘ওয়েব ব্যবহারের ও সৃজনশীলতার নতুন অধ্যায় দেখাতে এই নামটি রাখা হয়েছে। আধুনিক ওয়েবের সক্ষমতা দেখানোর ক্ষেত্রে ডেভেলপারের ধারণাটি প্রকাশ করে এই নামটি।’
ব্যবহারকারীরা ওয়েব ব্রাউজার থেকে যাতে উন্নত অভিজ্ঞতা পান সে লক্ষে নতুন ব্রাউজার উন্মুক্ত করা হচ্ছে। ব্রাউজারটিতে কর্টানা নামের টুল বিল্ট ইন থাকছে।
ব্রাউজারটি গুগলের ক্রোম এবং ফায়ারফঙ্রে বিভিন্ন এক্সটেনশন সমর্থন করবে বলেও সম্মেলনে জানানো হয়। এ ছাড়া ডেভেলপারদের জন্য থাকছে প্লাগ-ইন তৈরির সুযোগ। নতুন ব্রাউজারের পাশাপাশি মাইক্রোসফট নতুন উইন্ডো স্টোরও চালুর ঘোষণা দিয়েছে।