আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ভারতের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে আজ শুক্রবার দুপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। তবে এই ভূমিকম্পে কেউ হতাহত হয়েছে বলে কোনো খবর পাওয়া যায়নি।
ভারতীয় সময় বেলা আড়াইটার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। আন্দামান-নিকোবরের রাজধানী পোর্টব্লেয়ার থেকে একশ ৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এর উৎপত্তিস্থল ছিল। ভূমিকম্পের ফলে ওই দ্বীপপুঞ্জের অধিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।