বিদেশিদের উদ্বেগে বিচলিত নয় সরকার : পররাষ্ট্রমন্ত্রী
আজমী আনোয়ার, সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেছেন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিদেশিদের উদ্বেগে বিচলিত নয় সরকার এমনকী কোনো চাপও অনুভব করছে না ।
আজ শনিবার সকালে, রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় আয়োজিত বৈশাখী উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। বাংলাদেশ ফরেন সার্ভিস স্পাউসেস অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠানটি শুরু হয় সকাল ১০টায়। এর আগেই বৈশাখী আমেজে বর্ণিল হয়ে ওঠে ‘যমুনা’।
দিনব্যাপী এই উৎসবে দেশে-বিদেশে কর্মরত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি অংশ গ্রহণ করেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। বর্ষবরণ উৎসবের আদলে অনুষ্ঠানে নাচ-গানের পাশাপাশি নানা আয়োজনে ফুটিয়ে তোলা হয় বাঙালি সংস্কৃতির চিরন্তন ও শাশ্বত রূপ।
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেন, ‘আমরা কোন কাজে বিচলিত না। বিএনপি যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেল সেটা তো প্রকাশ পেয়েছে যে সব কিছুই ছিল পূর্ব-পরিকল্পিত। এটাকে তারা একটা কৌশল হিসেবে ব্যবহার করেছে। সিটি নির্বাচনে কোন প্রাণহানি হয়নি এটাও একটা সফল্য বলতে হবে। নির্বাচনের প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে হবে।”