রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট

Current Production বিদ্যুৎ উৎপাদনরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর ধানমন্ডি, ঢাকা মেডিকেল কলেজ, রমনা ও পুরানা পল্টন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরের পর থেকে বিদ্যুৎ বিভ্রাটের এ ঘটনা ঘটে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) সূত্রে জানা যায়, আজ বেলা একটার দিকে ডিপিডিসির আওতাধীন ধানমন্ডি এলাকায় দুটি ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়। এ ছাড়া রামপুরা থেকে ধানমন্ডি পর্যন্ত উলন গ্রিডের একটি সার্কিট নষ্ট হয়ে গেছে। এ কারণে রাজধানীর পুরানা পল্টন, রমনা, ঢাকা মেডিকেল কলেজ ও তার আশপাশের এলাকা এবং ধানমন্ডির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও একটানা ৪ থেকে ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। আবার কোথাও কিছুক্ষণ পর পর বিদ্যুতের আসা-যাওয়া চলছে।

ডিপিডিসির কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা ত্রুটিগুলো সারানোর কাজ করছেন। ধানমন্ডির ট্রান্সফরমার দুটি কিছুক্ষণের মধ্যে মেরামত সম্পন্ন হতে পারে। তবে উলন গ্রিডের সার্কিটটি মেরামত কখন শেষ করা যাবে, সে সম্পর্কে তাঁরা কিছু বলতে পারছেন না।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ