উইন্ডোজ ১০ নির্ভর দুটি স্মার্টফোন আনছে মাইক্রোসফট

microsoft logoসাইফুল ইসলাম শাহীন, তথ্য-প্রযুক্তি ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ এ বছরের শেষার্ধে দুটি হাই-এন্ডের স্মার্টফোন বাজারে আনবে মাইক্রোসফট। এই স্মার্টফোন দুটিতে থাকবে মাইক্রোসফটের নতুন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম। এই দুটি স্মার্টফোন লুমিয়া ব্র্যান্ডের অধীনেই আনতে পারে মাইক্রোসফট।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকটুর এক প্রতিবেদনে বলা হয়েছে, সিটিম্যান ও টকম্যান কোড নাম দিয়ে নতুন স্মার্টফোন তৈরি করছে মাইক্রোসফট। টকম্যান স্মার্টফোনটি হবে ৫দশমিক ৭ ইঞ্চি মাপের। এতে তিন গিগাবাইট র‌্যাম, কিউএইচডি ডিসপ্লে ও অক্টাকোর কোয়ালকম প্রসেসর থাকবে। ৩২ জিবি ইন্টারনাল মেমোরির পাশাপাশি এতে মাইক্রোএসডি কার্ড সমর্থন করবে।
ফোনটির পেছনে ২০ ও সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। ব্যাটারি হবে তিন হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ারের।
টকম্যান স্মার্টফোনটিতে ৫ দশমিক ২ ইঞ্চি মাপের কিউএইচডি ডিসপ্লে থাকবে। এতে থাকবে কোয়ালকম হেক্সা-কোর প্রসেসর ও তিন গিগাবাইট র‌্যাম। ৩২ গিগাবাইট ইন্টারনাল মেমোরির পাশাপাশি এতে মাইক্রোএসডি কার্ড সমর্থন করবে। এর পেছনে ২০ মেগাপিক্সেল ও সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। এর ব্যাটারি হবে তিন হাজার মিলিঅ্যাম্পিয়ারের।
সফটওয়্যারের দিক বিবেচনায় ধরলে এতে মাইক্রোসফটের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সব ফিচার ব্যবহারের সুযোগ থাকবে। উইন্ডোজ ফোনে কল গ্রহণ করে উইন্ডোজ পিসিতে সেই কলের উত্তর দেওয়া যাবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ