স্থলসীমান্ত বিল নিয়ে হাসিনাকে মোদির ফোন
মনির হোসেন মিন্টু, সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ লোকসভায় স্থলসীমান্ত বিল পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদি ফোন করেন বলে জানান প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন।
গতকাল বুধবার ভারতের রাজ্যসভার পাসের পর আজ লোকসভায় বাংলাদেশ ও ভারত স্থলসীমান্ত চুক্তি পাস হয়। আজ দুপুরে বিলটি পাসের জন্য লোকসভায় উত্থাপন করেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বিলের ওপর সাংসদদের আলোচনার পর সর্বসম্মতিতে বিলটি পাস হয়। গত মঙ্গলবার ভারতের মন্ত্রিসভায় স্থলসীমান্ত চুক্তি বিলটি অনুমোদন হয়। পরদিন বুধবার দেশটির রাজ্যসভায় বিলটি সর্বসম্মতিতে পাস হয়।
প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন বলেন, লোকসভায় স্থলসীমান্ত বিল পাস হওয়ার পর নরেন্দ্র মোদি ফোনে শেখ হাসিনাকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, লোকসভার সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি আরও জানান, ফোনে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদি বলেন, জাতির জনকের সময় মুজিব-ইন্দিরা চুক্তি মে মাসে সই হয়েছিল। এ বিলটিও মে মাসে পাস হলো। এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু, ভবিষ্যতেও এ বন্ধুত্ব অটুট থাকবে।