ইন্টারনেট ডট অর্গ দিয়ে যেভাবে বিনা খরচে ইন্টারনেট
সাইফুল ইসলাম শাহীন, তথ্য-প্রযুক্তি ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংলাদেশে আজ রবিবার থেকে চালু হয়েছে ফেসবুকের ইন্টারনেট ডট অর্গ নামের একটি সেবা। এক পোস্টে এ তথ্য জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক কর্তৃপক্ষ উল্লেখ করেছে, আজ মোবাইল অপারেটর রবি ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে নিয়ে বাংলাদেশে এই সেবা চালু করা হয়েছে। ইন্টারনেট ডট ওআরজি সেবার মাধ্যমে স্বাস্থ্য, খবর, চাকরি ও ই-সরকারি সেবার দুই ডজনের বেশি ওয়েবসাইট বিনা খরচায় ভিজিট করতে পারবেন। এখন শুধু রবির গ্রাহকেরা (যাঁদের রবির সিম আছে) এই অ্যাপটি ব্যবহারের সুবিধা পাচ্ছেন।
ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য, ইন্টারনেট ডট অর্গ হচ্ছে অলাভজনক একটি উদ্যোগ যাতে বিনা মূল্যে বেসিক ইন্টারনেট সেবা উপভোগ করতে পারেন বাংলাদেশি ব্যবহারকারীরা। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী বাড়ানোর লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নিয়েছে ফেসবুক।
বাংলাদেশে চালু হলো ইন্টারনেট ডট ওআরজি
এই সেবাটি স্মার্টফোনের অ্যাপ্লিকেশন হিসেবে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। গুগল প্লে স্টোরে এই অ্যাপটি এখন পাওয়া যাচ্ছে।
যা করতে হবে
১. প্রথমে অ্যাপটি ডাউনলোড করতে হবে। এ জন্য প্লে স্টোরে যান। এরপর অ্যাপটি মোবাইল ফোনে ইনস্টল করুন।
২. ইনস্টল করার পর এটি চালু করুন এবং ইন্টারনেট ডট অর্গে লগ ইন করুন। অ্যাকাউন্ট না থাকলে সাইন আপ করতে হবে।
৩. ইন্টারনেট ডট অর্গের হোমপেজে গেলে আপনি বিভিন্ন ওয়েবসাইটের তালিকা দেখতে পাবেন। এসব ওয়েবসাইট দেখার সময় আপনার কোনো ডেটা চার্জ লাগবে না।
শর্ত প্রযোজ্য
১. ইন্টারনেট ডট অর্গের তালিকায় থাকা ওয়েবসাইটগুলোই কেবল বিনা খরচে দেখা যাবে।
২. এখন শুধু রবির গ্রাহকেরা এই সুবিধা পাচ্ছেন।
৩. ছবি, ভিডিও বা ফাইলের মতো কোনো কনটেন্ট আপলোড বা ডাউনলোড করা যাবে না