প্রধানমন্ত্রীকে হুমকি : বুয়েট শিক্ষকের ৭ বছর কারাদণ্ড

buetরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেইসবুকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক হাফিজুর রহমান রানাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক রানা বর্তমানে পলাতক রয়েছেন।এ আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল এবিসি নিউজ বিডিকে জানান, বিচারক ফৌজদারী দণ্ডবিধিতে আসামিকে দুই বছর এবং তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা অনুযায়ী দুই বছরের কারাদণ্ড দিয়েছেন।

ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’ দেয়ার অভিযোগ এনে গতবছর ২৩ এপ্রিল সরকার সমর্থক সংগঠন ‘জননেত্রী পরিষদের’ সভাপতি এ বি সিদ্দিকী বুয়েট শিক্ষক রানার বিরুদ্ধে শাহবাগ থানায় একটি জিডি করেন।

জিডিতে বলা হয়, “ফেইসবুকে এক ‘স্ট্যাটাসে’ রানা লেখেন, ‘হায়েনা ওই হায়েনা তুই দেশকে খেয়েছিস, এখন বুয়েটকে খাবি….. পারবি না। প্রথমে তোর মাথায় গুলি করব, পরে পেটে। তারপর মাথা কেটে বুয়েটের সামনে টাঙ্গিয়ে রাখব। যাতে আর কোনো হায়েনার আক্রমণে বুয়েট আক্রান্ত না হয়’।”

ওই জিডির আলোকে তদন্ত শেষে প্রভাষক রানার বিরুদ্ধে মামলা করেন শাহবাগ থানার পরিদর্শক বিপ্লব কিশোর শীল। গত বছর ২৫ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে রানার বিচার শুরু হয়।

তাপস কুমার পাল জানান, আসামি রানা এ মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর বিচার চলাকালেই পালিয়ে যান।

এর আগে প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করে ফেইসবুকে ‘স্ট্যাটাস’ দেয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে উচ্চ আদালত তলব করে। অস্ট্রেলিয়ায় অবস্থানরত ওই শিক্ষক নির্দেশ না মানায় আদালত অবমাননার জন্য তার ছয় মাসের কারাদণ্ড হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ