বাংলাদেশের বাজারে জিওনির ইলাইফ এস৭

gionee-elife-s7সাইফুল ইসলাম শাহীন, তথ্য-প্রযুক্তি ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সম্প্রতি বাংলাদেশের বাজারে জিওনি ইলাইফ এস ৭ নামের নতুন স্মার্টফোন নিয়ে যাত্রা শুরু করে চীনের মোবাইল ব্র্যান্ড জিওনি। জিওনি কর্তৃপক্ষ জানিয়েছে, গত এক মাসে বাংলাদেশের বাজারে জিওনি যত মোবাইল ফোন বিক্রি করেছে তার ৪৫ শতাংশই হচ্ছে তাদের ফ্ল্যাগশিপ ফোন জিওনি ইলাইফ এস৭।
জিওনি কর্তৃপক্ষ জানিয়েছে, হালকা-পাতলা স্মার্টফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেম ও জিওনি নিজস্ব অ্যামিগো ৩.০ সফটওয়্যার যা স্মার্টফোন ব্যবহারকারীকে থিম, ক্যামেরা সেটিংস এবং কন্টাক্ট লিস্ট কাস্টোমাইজ করার সুবিধা দেয়। স্মার্টফোনটিতে রয়েছে দুই সিম ব্যবহারের সুবিধা।
মিডিয়াটেক এমটি ৬৭৫২ প্রসেসরের এই স্মার্টফোনটিতে ৫ দশমিক ২ ইঞ্চি মাপের এইচডি ডিসপ্লে রয়েছে। স্মার্টফোনটির সামনে ১৩ মেগাপিক্সেল ও পেছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। দুই জিবি র‍্যাম, ইন্টারনাল ১৬ জিবি মেমোরির এই ফোনটিতে রয়েছে দুই হাজার ৭৫০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি।
জিওনি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন স্মার্টফোন নিয়ে ক্রেতাদের কাছে পৌঁছাতে চায় তারা। সারা দেশে রিটেইল শপ ও ডিলারের মাধ্যমে স্মার্টফোন বিক্রি করবে তারা। এ বছর ৩০ টির মতো ব্র্যান্ড শো রুম চালু করবে জিওনি যেখানে জিওনির সর্বশেষ মডেলের মোবাইল ফোন ও সেবা পাওয়া যাবে।
এ বছরের ১৯ এপ্রিল ‘গ্র্যান্ড লঞ্চ ইন বাংলাদেশ’ নামের একটি অনুষ্ঠানের মাধ্যমে ৪৩ তম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করে চীনের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান জিওনি কমিউনিকেশন ইকুইপমেন্ট কোম্পানি লিমিটেড। বর্তমানে বিশ্বের শীর্ষ ১০টি মোবাইল ব্র্যান্ডের মধ্যে ইতিমধ্যে স্থান করে নিয়েছে চীনের এই ব্র্যান্ডটি।

বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন নির্মাণের জন্য খ্যাতি রয়েছে জিওনির। জিওনি ইলাইফ এস ৭ স্মার্টফোনটি মাত্র সাড়ে পাঁচ মিলিমিটার পুরু। এর ওজন ১২৬ দশমিক ৫ গ্রাম।
মার্চ মাসে ঘোষণা দেওয়া ও এপ্রিল মাসে আন্তর্জাতিক বাজারে বিক্রি শুরু হওয়া জিওনির এই ফোনটি বিক্রি হচ্ছে ৩২ হাজার ৯৯৯ টাকায়।
জিওনি কর্তৃপক্ষ দাবি করেছে, বাংলাদেশের বাজারে অন্যান্য ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সঙ্গে নতুন ব্র্যান্ড হিসেবে এখনো প্রতিযোগিতা করতে না পারলেও জিওনি ফোনের বিক্রি ভালো হচ্ছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ