বৃষ্টিতে ভেজার অপরাধে জীবন দিতে হল
নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডিঃ কিশোরী দুটির অপরাধ তারা বৃষ্টিতে ভিজেছিল মনের আনন্দে। আর এ কারণেই তাদের প্রাণ দিতে হল ‘পারিবারিক সম্মান রক্ষার’ কথিত অজুহাতে।
ঘটনাটি ঘটেছে পাকিস্তানের চিলাসে রোববার রাতে। হামলাকারীরা দুই কিশোরীর মাকেও হত্যা করে। আর এই ঘটনাটি ঘটিয়েছে ওই নারীর সৎ ছেলে ও তার সহযোগীরা।
পাকিস্তানের বহুল প্রচারিত দৈনিক ডন জানায়, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রেহমাত নবির বাড়িতে ঢুকে তার ১৫ ও ১৬ বছর বয়সী দুই মেয়ে এবং স্ত্রীকে এলোপাতাড়ি গুলি চালিয়ে হত্যা করে মুখোশ পরিহিত বন্দুকধারীরা।
পুলিশের ভাষ্য, মোবাইল ফোনে ধারণকৃত একটি ভিডিওই এই হত্যাকাণ্ডের মূল কারণ।
ছয়মাস আগে ধারণকৃত ওই ভিডিওতে দেখা যায়, নিহত দুই কিশোরী তাদের বাংলো বাড়িতে বৃষ্টিতে মনের আনন্দে ভিজছে।
এই ভিডিওটি চারমাস আগে ওই এলাকায় ছড়ানো হয়। সম্ভবত কোনো আত্মীয়ই তার বন্ধুদের কাছে ভিডিওটি পাঠিয়েছিল আর তা থেকে বহুজনের কাছে সেটি ছড়িয়ে পড়ে।
পুলিশের বিশ্বাস, কিশোরীদের সৎভাই কুতরে একে ‘তাদের পরিবারের অসম্মান’ বলে মনে করেন এবং ‘পরিবারের সম্মান পুনরুদ্ধার’ করার জন্য এই হত্যাকাণ্ড চালান।
কুতরে পালিয়ে গেলেও তার চার বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা ওই অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা।
হত্যাকাণ্ডের অভিযোগে ওই ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।