বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

policecellরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ হেফাজতে ইসলাম ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের দুটি মামলায় জেলা বিএনপির নয় নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

একই আদালত জেলা সভাপতি তৈমুর আলম খন্দকারসহ নয় জনের জামিন বহাল রেখেছে।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মালিক আব্দুল্লাহ আল আমীন এই আদেশ দেন।

তৈমুর আলম খন্দকার এ খবর নিশ্চিত করেন।

জামিন পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন জেলা সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস, তারাব পৌর সহ-সভাপতি নাসির উদ্দিন, ব্যারিস্টার পারভেজ, লিয়াকত হোসেন লেকু, আনোয়ার হোসেন ও দেলোয়ার হোসেন।

এছাড়া কারাগারে পাঠানোদের মধ্যে রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা যুগ্ম আহবায়ক আলী আহাম্মদ লালা, সদস্য সচিব মামুন মাহমুদ, অখিল উদ্দিন ভূইয়া ও মনিরুল ইসলাম রবি।

গত ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলাম সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে দুই বিজিবি, দুই পুলিশসহ ১৯ জন নিহত হয়। আহত হয় শতাধিক।

ওইদিন কাঁচপুর হাইওয়ে থানা ও পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ করা হয়। বিজিবি, পুলিশ ও র‌্যাবের কয়েকটিসহ ১০টি গাড়িতে আগুন দেয়া হয়।

ওই ঘটনায় সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানায়  মোট ১৬টি মামলা করা হয়। এরমধ্যে দুই মামলায় বিএনপির এই নেতাকর্মীদের আসামি করা হয়।

জেলা বিএনপি সভাপতি তৈমুর আলম খন্দকার বলেন, আমার বিশ্বাস আদালত নিজেও জানে বিএনপির লোকজন হেফাজতের ঘটনায় জড়িত নয়। তারপরও বিএনপির লোকজনকে হয়রানি করা হচ্ছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ