মানব পাচারে জড়িত সন্দেহে আটক ১
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মানব পাচারে জড়িত থাকার অভিযোগে রাজধানীর মিরপুর এলাকার মধ্য পীরেরবাগ থেকে আজ শুক্রবার ভোরে তানাইম ইসলাম চৌধুরী (৩৭) নামের একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
ভোর চারটার দিকে ওই এলাকার ২৮১/১০/২ নম্বর বাড়ি থেকে র্যাব-৩ এর একটি দল অভিযান চালিয়ে তানাইমকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ১৭টি পাসপোর্ট ও একটি ব্যাংকের নয় কোটি টাকার চেক জব্দ করা হয়।
র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের তথ্যমতে, তানাইম একটি প্রতিষ্ঠানে পরামর্শকের কাজ করে আসছিলেন। এর আড়ালে তিনি মানব পাচারের সঙ্গে জড়িত ছিলেন। লিবিয়া, ইরাক, সাইপ্রাস ও আরব আমিরাতে বৈধ কাগজপত্র ছাড়াই তিনি মানব পাচার করতেন। অভিযোগ রয়েছে, তানাইম ইসলামের মাধ্যমে পাচার হওয়া অনেক লোককে উগান্ডায় বন্দী শিবিরে জিম্মি করে রাখা হয়েছে।