শুক্রবার থেকে রমজান শুরু

1e744140d5f659c17ff4da1ed3213d60-14আনোয়ার আজমী, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : বাংলাদেশে আজ (১৭ জুন ২০১৫ইং বুধবার, ২৯ শাবান) কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। আগামীকাল বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে অনুযায়ী শুক্রবার থেকে রমজান মাস গণনা শুরু হবে। আর শবে কদর পালিত হবে আগামী ১৪ জুলাই মঙ্গলবার।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান।

মতিউর রহমান সাংবাদিকদের বলেন, ‘দেশের সব জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা অফিসের কাছ থেকে খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশের আকাশে আজ কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী শুক্রবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। এ হিসেবে আগামী ১৪ জুলাই মঙ্গলবার হবে পবিত্র শবে কদর।’

বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে ১৭ সদস্যবিশিষ্ট জাতীয় চাঁদ দেখা কমিটি রয়েছে। বিভিন্ন ধর্মীয় উৎসব ও দিবসের আগে এ কমিটি সভা করে চাঁদ দেখার কথা আনুষ্ঠানিকভাবে জানায়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ