বেগম জিয়ার দুই মামলা ২৩ জুলাই পর্যন্ত মুলতবি

2c982b3089026fd51eeb289444572dc1-9252fe35d06518d59fdcebc8df0550e7-03আনোয়ার আজমী, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ‘জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের’ দুই মামলার কার্যক্রম আগামী ২৩ জুলাই পর্যন্ত মুলতবি করেছেন আদালত।

আজ (১৮ জুন বৃহস্পতিবার) মামলা দুটিতে হাজিরা  দিতে বেগম জিয়া আদালতে যান। তিনি পৌঁছার সঙ্গে সঙ্গেই আদালত বিচারিক কার্যক্রম শুরু করেন।

রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালত পৌনে ১২টায় এ আদেশ দেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় খালেদা জিয়া তার গুলশানের বাসভবন থেকে বকশিবাজারে বিশেষ আদালতের উদ্দেশে বের হন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দুটি দায়ের করেছিল। গত ২৫মে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় সাক্ষিদের জবানবন্দি নেয়া হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ