কোন ক্ষমতায় সাংসদপুত্রকে পিস্তলের লাইসেন্স?

Mp putro Ronyআদালত প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : সাংসদপূত্র বখতিয়ার আলম রনির পিস্তলের লাইসেন্স বাতিল করতে নির্দেশনা দিয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে, রনিকে কান ক্ষমতার বলে পিস্তলের লাইসেন্স দেয়া হলো তাও ২৪ ঘণ্টার মধ্যে জানানোর জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র সচিব ও ডিসি বরাবর এই নোটিশটি পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এই নোটিশ পাঠান।
নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

গত ১৩ এপ্রিল গভীর রাতে রাজধানীর নিউ ইস্কাটনে একটি গাড়ি থেকে ছোড়া গুলিতে দৈনিক জনকণ্ঠের অটোরিকশা চালক এবং এক রিকশাচালক মারা যান। বুধবার ঢাকার মহানগর হাকিম আমিনুল হকের কাছে রনির বন্ধু কামাল মাহমুদ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, ওই দিন গাড়ি থেকে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনি গুলি ছুড়েছিলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ