আর কিছু সময় পর বাংলাদেশ-ভারত ক্রিকেট যুদ্ধ
স্পোর্টস রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : আর কিছু সময় পর শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত ক্রিকেট যুদ্ধ।
একমাত্র টেষ্টটি ড্র হওয়ার পর আজ (১৮ জুন বৃহস্পতিবার) শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। প্রস্তুত রয়েছে রাজধানী ঢাকার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট গ্রাউন্ড। আর নিরাপত্তায় নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বাংলাদেশ বিমান বাহিনীর কাছ থেকে আনা হয়েছে হেলিকপ্টার।
দুপুর ৩টায় (বাংলাদেশ সময়) মিরপুর ষ্টোডিয়ামে শুরু হচ্ছে প্রথম ওয়ানডে। বাংলাদেশ ও ভারতের খেলোয়াড়রা ইতিমধ্যেই মাঠে পৌচেছেন। ২টা ৫০ মিনিটে টস অনুষ্ঠিত হবে। মাঠের ভেতরে-বাইরে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
কিছু সময় আগে ষ্টেডিয়ামের গেটগুলো খুলে দেওয়া হয়েছে। দর্শকরা প্রবেশ করতে শুরু করেছেন। মাঠের বাইরে প্রচুর দর্শকের সমাগম দেখা যাচ্ছে। তবে এত দর্শকের ঠাই এই মাঠে হবে না বলে জানিয়েছেন বিসিবি’র এক কর্মকর্তা।
আজকের প্রথম ওয়ানডে-কে সামনে রেখে অনুশীলনের জন্য গতকাল বুধবার সকালে শের-ই-বাংলা স্টেডিয়ামে পৌঁছায় ভারতীয় ক্রিকেট দল। সেই সময় সামরিক বাহিনীর গাড়ি দিয়ে নিরাপত্তার চাদওে ঢেকে ধোনিদেও স্টেডিয়ামে পৌঁছে দেয়া হয়।