চিকিৎসার জন্য বিজিবি হাসপাতালে রাজ্জাক

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
426c3f78ac168a5fc961c3c334fde24c-8ac416f47db56cfe0db401a591e0c351-36ঢাকা : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আবদুর রাজ্জাককে সুচিকিৎসার জন্য ঢাকার পিলখানার বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৬ জুন (শুক্রবার) সকালে চট্টগ্রামের কক্সবাজার থেকে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। এর একদিন আগে তাকে মিয়ানমার থেকে বাংলাদেশে আনা হয়।

ধরে নেওয়ার নয় দিন পর গত ২৫ জুন বিকেলে আবদুর রাজ্জাককে নিঃশর্তভাবে ফেরত দিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। মিয়ানমারের মংডু শহরে পতাকা বৈঠকের পর রাজ্জাককে বিজিবি প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে মংডু শহরের বর্ডার গার্ড পুলিশের এন্ট্রি/এক্সিট পয়েন্ট-১-এর দেওয়ান নান্দি হলে বৈঠকটি হয়। এ পতাকা বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের সাত সদস্যের পক্ষে নেতৃত্ব দেন ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ। মিয়ানমার ২ নম্বর বর্ডার গার্ড পুলিশের ১০ সদস্যের নেতৃত্ব দেন অধিনায়ক লে. কর্নেল থি হান।

বৈঠক শেষে এই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টেকনাফ স্থলবন্দরে ফিরে লে. কর্নেল আবু জার আল জাহিদ সাংবাদিকদের জানান, পতাকা বৈঠকের মাধ্যমে অস্ত্র ও গোলাবারুদসহ নায়েক রাজ্জাককে ফেরত আনা হয়েছে। রাজ্জাক সুস্থ আছেন। টেকনাফ স্থলবন্দরে নায়েক আবদুর রাজ্জাক বলেন, নাফ নদীতে চোরাচালানের বিরুদ্ধে অভিযানে গেলে সেখান থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ