বদলে গেলো ওয়ানডে-টি২০’র নিয়ম!

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ফের বেশ কিছু নিয়মের রদবদল ঘটালো আইসিসি৷ নতুন নিয়ম অনুযায়ী, ওয়ানডে ক্রিকেটে আর থাকছে না ব্যাটিং পাওয়ার প্লে। ব্যাট ও বলের লড়াইয়ে ভারসাম্য আনতে ওয়ানডে ক্রিকেটের ফিল্ডিংয়ে আরও কয়েকটি পরিবর্তন এনেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাটি৷

সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটসম্যানরা এখন বোলারদের চেয়ে অনেক বেশি সুবিধা পান উল্লেখ করে আইসিসি’র ক্রিকেট কমিটি ব্যাটিং পাওয়ার প্লে বাদ দেওয়ার সুপারিশ করেছিল। বার্বাডোজে আইসিসি’র বার্ষিক সভায় শুক্রবার তা অনুমোদিত হয়।
এই নিয়মে প্রথম ১০ ওভারে পাওয়ার প্লের সময় বাধ্যতামূলক দু’জন ‘ক্লোজ ফিল্ডার’ রাখার নিয়ম বাদ দেওয়া হয়েছে। আর এখন থেকে শেষ ১০ ওভারে ত্রিশ গজের বাইরে চারজনের পরিবর্তে সর্বোচ্চ পাঁচ জন ফিল্ডার রাখা যাবে।

ফলে এখন থেকে প্রথম ১০ ওভারে সর্বোচ্চ দু’জন ফিল্ডার ত্রিশ গজের বাইরে থাকতে পারবেন। পরের ৩০ ওভারে সর্বোচ্চ চার জন খেলোয়াড় এবং শেষ ১০ ওভারে সর্বোচ্চ পাঁচ জন ত্রিশ গজের বাইরে থাকতে পারবেন। সুতরাং, প্রয়োজনে ইচ্ছা করলে আক্রমণাত্মক বা রক্ষণাত্মক ফিল্ডিং সাজাতে পারবেন অধিনায়করা।

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সব ‘নো’ বলেই এখন ফ্রি-হিট দেওয়া হবে। আগে শুধুমাত্র বোলারের ডেলিভারির সময় ওভার স্টেপিংয়ে ফ্রি-হিট দেওয়া হতো। আগামী ৫ জুলাই থেকে নতুন নিয়মগুলো কার্যকর হবে বলে আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।ban.cr tem.

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ