মির্জা ফখরুলের মুক্তি আটকে গেল

Mirza Fakrulআদালত প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সব মামলায় হাইকোর্টে জামিন পেয়ে যখন মুক্তির অপেক্ষা করছিলেন, তখন আবারও তিনটি মামলায় জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আর এর ফলে তাঁর আশু মুক্তি অনিশ্চিত হয়ে গেল।

গাড়িতে আগুন-ভাঙচুরসহ নাশকতার তিনটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে গতকাল সোমবার আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আগামী ২ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এসব আবেদনের শুনানি হবে।

পল্টন থানায় করা ওই তিন মামলায় ২১ জুন মির্জা ফখরুলকে জামিন দেন হাইকোর্ট। ওই আদেশ স্থগিত চেয়ে গতকাল চেম্বার আদালতে পৃথক তিনটি আবেদন করে রাষ্ট্রপক্ষ। চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আবেদনগুলো শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মির্জা ফখরুলের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন।

পরে সগীর হোসেন সাংবাদিকদের বলেন, চেম্বার আদালত স্থগিতাদেশ না দিয়ে আবেদনগুলো শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। ২ জুলাই এসব আবেদনের ওপর শুনানি হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ