পুুলিশ হেফাজতে সুজন হত্যা মামলার চার্জ শুনানি ৬ আগস্ট

S I Zahidপ্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : মিরপুর থানায় পুলিশ হেফাজতে ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজন হত্যা মামলায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান জাহিদসহ ৫ জনের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি পিছিয়েছে।

১ জুলাই (বুধবার) ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা চার্জ শুনানি পিছিয়ে আগামী ৬ আগস্ট দিন ধার্য করেন। মামলাটির অপর ৪ আসামি হলেন, মিরপুর থানার এএসআই (উপ-সহকারী পরিদর্শক) রাজ কুমার, কনস্টেবল আসাদ, রাশেদুল ও মিথুন।

গত বছরের ১৩ জুলাই রাতে মিরপুর থানা হেফাজতে ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজন নিহত হওয়ার ঘটনায় ওই বছরের ২০ জুলাই আদালতে নিহতের স্ত্রী মমতাজ সুলতানা লুসি এই মামলা দায়ের করেন। অন্যদিকে ঘটনার দিনই মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম খান বাদী হয়ে ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিচার বিভাগীয় তদন্তের পর গত বছরের ৬ নভেম্বর মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে অব্যাহতি দিয়ে এসআই জাহিদসহ ৫ জনকে অভিযুক্ত করে সিএমএম আদালত প্রতিবেদন দেয় পুলিশ।

মামলায় বলা হয়, ২০১৪ সালের ১৩ জুলাই  হাজারীবাগ থানার পশ্চিম জাফরাবাদের বাসায় অভিযান চালিয়ে সুজনকে আটক করে মিরপুর থানায় নিয়ে আসেন এসআই জাহিদ। এরপর রাত অনুমান সোয়া বারোটা থেকে ভোররাত পর্যন্ত বিভিন্ন স্থানে নিজেদের হেফাজতে রেখে তাকে নির্যাতন করেন। ফলে আটক মাহবুবুর রহমান সুজনের মৃত্যু হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ