নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ ইতিহাস গড়লো
মেহদী আজাদ মাসুম, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
চট্টগ্রাম: অবশেষে ইতিহাসর গড়লো বাংলাদেশের টাইগাররা। নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, ভারতের পর ক্রিকেটের পরাশক্তি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় করলো। সুবর্ণ সুযোগ হাতছাড়া করেনি বাংলাদেশ দল। চট্রগ্রামে সিংহ শিকার করলো টাইগাররা।
১৫ জুলাই (বুধবার) দুপুরে চচ্রগ্রামের লাকি ভেন্যু জহুর আহমদ ক্রিকেট ষ্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নামে দক্ষিন আফ্রিকা। বৃষ্টি বিঘিœত ম্যাচে নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করেছে সফরকারী দল। প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১৭০ রান (বৃষ্টি আইনে)।
মাশরাফি বাহিনীর ৪০ ওভারে ১৭০ রান টার্গেট নিয়ে খেলতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। ৯ রান বাকি থাকতে সৌম্য সরকার আউট হয়ে গেলেও তামিম ইকবাল লিটন দাশকে সঙ্গে নিয়ে বাকি কাজটুকু সেরে নেন। সৌম্য সরকার ৭৫ বলে ৯০ রান করেন। তামিম ইকবাল ৭৭ বলে ৬১ ও লিটন দাশ ৫ বলে ৪ রান করেন। সৌম্য সরকার ম্যন অব দ্যা ম্যস হন।
এর আগে প্রথম ইনংসে ইতিহাস সৃষ্টির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশকে দুর্দান্ত সূচনা এনে দেন বিস্মকয়র পেসার মুস্তাফিজুর রহমান। টস হেরে গেলেও বোলিং করতে নেমে বিস্ময়ই উপহার দেন মুস্তাফিজ। তার বোলিং তোপের মুখে পড়ে শুরুতেই ওপেনার কুইন্টন ডি ককের উইকেট হারায় সফরকারী দক্ষিণ আফ্রিকা। ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই ডি কককে বোল্ড করেন সাতক্ষীরার এই বা হাতি পেসার। ৮ রানেই পড়ল দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেট।
৬ষ্ঠ ওভারেই পেস পরিবর্তণ করে স্পিন আক্রমণ নিয়ে আসেন মাশরাফি। নাসির হোসেন নয়, আক্রমণে আসেন সাকিব আল হাসন। গত বেশ কিছুদিন নিয়মই দাঁড় করিয়ে ফেলেছিলেন যেন মাশরাফি, স্পিন আক্রমণটা নাসিরকে দিয়ে করানো। কিন্তু আজ আনলেন সাকিবকে। নিজের প্রথম ওভারে দিলেন মাত্র ১ রান। কিন্তু দ্বিতীয় ওভারের প্রথম বলেই আঘাত হানলেন প্রোটিয়া শিবিরে। প্রোটিয়াদের দুর্ধর্ষ ব্যাটসম্যান ফ্যাফ ডু প্লেসিসকে ফিরিয়ে দিলেন খুব দ্রুত।