নিরাপত্তায় যেন জনবিচ্ছিন্ন না হই: প্রধানমন্ত্রী

2104_3997বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিরাপত্তা ব্যবস্থার কারণে জনগণের সঙ্গে তার যেন কোন রকম দূরত্বের সৃষ্টি না হয়, সেজন্য এসএসএফ’কে সব সময় সজাগ থাকতে হবে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসএসএফ-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বাহিনীর সদস্যদের এক দরবারে ভাষণ দেয়ার সময় শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের প্রতিটি কার্যক্রম জনকল্যাণে প্রণীত ও বাস্তবায়িত হয়। এজন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জনসম্পৃক্ততা বজায় রেখে দায়িত্ব ও জনপ্রত্যাশার মাঝে সমন্বয়ের মাধ্যমে দক্ষতা ও পেশাদারিত্বের সার্থকতার স্বাক্ষর রাখতে হবে।’

এসএসএফ বাহিনীর সদস্যরা রাষ্ট্র প্রধান, সরকার প্রধান ও সরকার ঘোষিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

প্রধানমন্ত্রী এসএসএফ সদস্যের উদ্দেশে বলেন, তিনি তার কাজের প্রতিটি দিন, ঘণ্টা ও মুহূর্তকে দেশের উন্নয়ন, জনগণের কল্যাণ ও দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সর্বোচ্চ সদ্ব্যবহার করার চেষ্টা করছেন। এজন্য তার সঙ্গে দায়িত্ব পালনকারী প্রত্যেককে কাজের বাড়তি চাপ নেয়া প্রয়োজন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ