শিশু নির্যাতনের ঘটনায় উদ্বেগ ইউনিসেফের

Unicefআনোয়ার আজমী, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : বাংলাদেশে সম্প্রতিক সময়ের শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ।

৬ আগষ্ট (বৃহস্পতিবার) ইউনিসেফের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানানো হয়। এ ধরনের ঘটনা সম্পূর্ণভাবে শিশু অধিকারের নীতিবিরোধী বলে

সংস্থাটি বিবৃতিতে উল্লেখ করে বলেছে, শিশু নির্যাতনের ঘটনাগুলো সারা দেশকে নাড়া দিয়েছে। একই সঙ্গে এ ধরনের অপরাধকে জনসম্মুখে তুলে ধরার ক্ষেত্রে দেশের প্রিন্ট, ব্রডকাস্ট এবং সামাজিক মিডিয়ার দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছে সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়েছে, ইউনিসেফ মনে করে- শিশুদের, বিশেষ করে সামাজিক, সাংস্কৃতিক ও আর্থিকভাবে প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের অধিকার রক্ষার ক্ষেত্রে সবার সম্মিলিত উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ