ফেলানী হত্যার রায় বিবেচনা করবে ভারত

Falaniবিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : ফেলানী হত্যার রায় আবারও বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন বিএসএফের মহাপরিচালক ডি কে পাঠক।

৬ আগষ্ট (বৃহস্পতিবার) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে বিএসএফ মহাপরিচালক এ আশ্বাস দেন।

ডি কে পাঠক বলেন, ভারত ফেলানী হত্যার রায় আবারও বিবেচনা করবে। নতুন বিচারকের সমন্বয়ে আদালত গঠন করবে বিএসএফ। নয়াদিল্লিতে বিজিবির মহাপরিচালক আজিজ আহমেদকে এ আশ্বাস দেন বিএসএফ মহাপরিচালক।

বিজিবির মহাপরিচালক জানান, যদি ফেলানীর পরিবার নিম্ন আদালতে ঘোষিত রায়ে সংক্ষুব্ধ হয় এবং বিএসএফকে তা অবহিত করে, তাহলে বিএসএফ নতুন বিচারকদের সমন্বয়ে নতুনভাবে আদালত গঠন করে বিচার কার্যক্রম পরিচালনা করবে।

এ বিষয়ে ফেলানীর বাবা এবং তাদের আইনজীবীর সঙ্গে কথা বলে বিজিবিকে জানালে বিজিবির পক্ষ থেকে সম্ভাব্য সব সহযোগিতা প্রদান করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে দুই দফায় ফেলানী হত্যার বিচার হয়। দুবারই মামলার প্রধান অভিযুক্ত সিপাহি অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করা হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ