আসিফ মহীউদ্দিনের জামিন

achipরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ তথ্য প্রযুক্তি আইনের মামলায় জামিন পেয়েছেন ব্লগার আসিফ মহীউদ্দিন।

মামলার অভিযোগ গঠনের শুনানির দিন বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক জামিনের এই আদেশ দেন।

আদালত মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৫ অগাস্ট নতুন দিন ঠিক করেছে।

দুই দফা রিমান্ডের পর কারাগারে থাকা আসিফ অসুস্থ হয়ে পড়ায় তা বিবেচনায় নিয়ে বিচারক তাকে জামিন দিয়েছেন বলে এবিসি নিউজ বিডিকে জানান আসামি পক্ষের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

ব্লগে লেখালেকির জন্য আসিফের আগে গ্রেপ্তার মশিউর রহমান বিপ্লব, সুব্রত অধিকারী শুভ ও রাসেল পারভেজ এর আগে জামিন পান। তখন আসিফের জামিন আবেদন নাকচ হয়েছিল।

গণজাগরণ আন্দোলনবিরোধী হেফাজতে ইসলামের দাবির প্রেক্ষাপটে গত ১ এপ্রিল রাতে শুভ, বিপ্লব ও পারভেজকে গ্রেপ্তার করে পুলিশ। এর দুদিন পর ৩ এপ্রিল গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ডেকে নিয়ে গ্রেপ্তার করা হয় আসিফ মহীউদ্দিনকে।

এরপর গত ১৭ এপ্রিল তাদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে দুটি মামলা করে পুলিশ। এর মধ্যে এক মামলায় শুভ, পারভেজ ও বিপ্লব এবং অন্য মামলায় আসিফকে আসামি করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ এর ২ ধারা অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উস্কানি দেয়ার অভিযোগ আনা হয় চার জনের বিরুদ্ধে।

সবিশেষ ব্লগার আসিফকে লেখা বন্ধ করতে বলেছে পুলিশ

ব্লগে লেখালেখির জন্য সম্প্রতি হামলার মুখে পড়তে হয় আসিফকে। গত ১৪ জানুয়ারি রাতে উত্তরায় তার ওপর হামলা হয়। ছুরিকাঘাতের গুরুতর জখম নিয়ে বেশ কিছুদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।শুভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র। আর বিপ্লব ও রাসেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। রাসেল বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানের ছাত্র ছিলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ